জামায়াতের সমাবেশ ঘিরে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৭-২০২৫ ১২:১৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৫ ০১:১৮:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। সমাবেশের মূল পর্ব শরু হবে দুপুর ২টায়। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
সমাবেশ ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। এই নিরাপত্তা বলয়ের মূল উদ্দেশ্য হলো শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করা এবং জননিরাপত্তা অক্ষুণ্ণ রাখা।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। এছাড়া সমাবেশ স্থল ও আশপাশ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে এবং সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে।
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সমাবেশস্থল ও এর আশপাশ এলাকায় অবস্থান নিয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলটির নেতাকর্মীরাও নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। তারা সমাবেশে আসা দলীয় নেতাকর্মীদের বিভিন্ন শৃঙ্খলা মেনে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছেন।
উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা জামায়াতের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হবে। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জাতীয় নির্বাচন সামনে রেখে সমাবেশ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তাও।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স