ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​জামায়াতের ‘জাতীয় সমাবেশ’ শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১১:৫৭:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:০১:২৫ অপরাহ্ন
​জামায়াতের ‘জাতীয় সমাবেশ’ শুরু ​ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশের’ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। আর মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়।

এদিকে ভোর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। সারাদেশ থেকে বাস, লঞ্চ ও ট্রেনে করে মানুষ সমাবেশে যোগ দিতে এসেছেন।

জামায়াতের দলীয় সূত্র জানায়, সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। 

এর আগে, সমাবেশের সর্বশেষ প্রস্তুতি দেখতে শুক্রবার (১৮ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে যান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, শনিবার সকাল ১০টায় কোরআন তিলাওয়াত দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর হামদ ও নাত পরিবেশন করা হবে। আর মূল অনুষ্ঠান শুরু হবে বেলা দুইটায়।

তিনি আরও বলেন, সমাবেশস্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন, তাদের জন্য কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে।

সমাবেশটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জামায়াতের ৭ দফা—
১. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার
২. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ
৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ

বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ