ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​গোপালগঞ্জে নদীপথে টহল জোরদার কোস্ট গার্ড-নৌবাহিনীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৭:০২:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৭:০২:১১ অপরাহ্ন
​গোপালগঞ্জে নদীপথে টহল জোরদার কোস্ট গার্ড-নৌবাহিনীর ​ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে নদীপথে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের ওপর সংঘটিত হামলার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দুষ্কৃতিকারীরা যাতে নদীপথ ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর সদস্যরা দিনরাত টহল দিচ্ছেন। সন্দেহভাজন নৌযানগুলোতে তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই ও সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ