ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​হাঁটুর বয়সি তরুণের প্রেমে মজেছেন কারিনা!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০২:৫৪:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৫:১০:১৫ অপরাহ্ন
​হাঁটুর বয়সি তরুণের প্রেমে মজেছেন কারিনা! ​ছবি: সংগৃহীত
দুই সন্তানের মা, বয়স পঁয়তাল্লিশ। তবুও তার সৌন্দর্য ও সুঠাম শরীরের ঝলকে তরুণ হৃদয় তোলপাড় করে। বলছি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের কথা। যিনি সম্প্রতি এক হাঁটুর বয়সি তরুণের প্রেমে পড়েছেন। তবে বলিউডের অসম বয়সি প্রেম অবশ্য নতুন কোনো ঘটনা নয়। তবে কারিনা এ প্রেম বাস্তবে নয়, সিনেমার পর্দায়।

অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার নায়িকা সারা অর্জুনও ঠিক একই কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। কারণ তিনি অভিনেতার চেয়ে বয়সে অনেক ছোট। এবার কারিনার এ নতুন জল্পনায় কবে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

সম্প্রতি একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, কারিনা কাপুর এমন একটি সিনেমায় অভিনয় করবেন, যেখানে তাকে ২০ বছর বয়সি এক তরুণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। যদিও সিনেমার নাম এখনো ঠিক হয়নি এবং সিনেমা সম্পর্কিত যাবতীয় তথ্য নির্মাতারা গোপন রেখেছেন।

এদিকে, সামাজিক মাধ্যমে এ নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে— এ সিনেমায় নাকি কারিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, বলিউডের অন্যান্য ভৌতিক সিনেমার চেয়ে এ সিনেমার গল্প ও চিত্রনাট্য অনেকটাই ভিন্ন। যেখানে অভিনেত্রী নিজেও তরুণী হিসেবে ধরা দেবেন।

আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে এ নতুন সিনেমা নিয়ে বলিউডে বেশ রাখঢাক চলছে। কারণ এমন ভিন্নধর্মী চরিত্রে বেবোকে আগে কখনো পর্দায় দেখা যায়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ