অধ্যক্ষের অপসারণ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৭-২০২৫ ০২:৪০:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৭-২০২৫ ০৪:২৪:২৩ অপরাহ্ন
ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের অপসারণ দাবিতে আবারও বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী।
আন্দোলনকারীদের অভিযোগ, অধ্যক্ষ নিয়ামুল হকের একনায়কতান্ত্রিক আচরণে কলেজের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গেছে। তার ঘনিষ্ঠ একটি চক্র প্রশাসনিক দুর্নীতির সঙ্গে জড়িত বলেও দাবি তাঁদের।
২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, আমরা নিয়মিত ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই। কিন্তু একজন স্বঘোষিত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় আমাদের শিক্ষাজীবন হুমকির মুখে। সহপাঠীরা আহত হওয়ার পর কোনো তদন্ত হয়নি। আমরা অধ্যক্ষের পদত্যাগ ছাড়া কিছুই মানব না।
এসময় ২৫তম ব্যাচের ছাত্রী তাসনিম আক্তার জানান, এই কলেজে প্রশাসনিক অনিয়ম নতুন কিছু নয়। আগের ব্যাচগুলোও অভিযোগ করেছে। কিন্তু প্রতিবার তা ধামাচাপা দেওয়া হয়েছে। এবার আমরা চুপ থাকব না। নোটিশ বা হুমকিতে আমাদের আন্দোলন থামানো যাবে না।
শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রম, অভ্যন্তরীণ পরীক্ষা ও ফি প্রদানসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় দুই শিক্ষার্থী—মেহেদী হাসান তানিম ও অপু আহত হন। সেই থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কলেজ কর্তৃপক্ষ একাধিকবার অভ্যন্তরীণ পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করলেও কোনো লিখিত বা আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেয়নি।
এদিকে, বিক্ষোভের কারণে কলেজ চত্বরে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স