ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লামা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৬:৪০:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৬:৪০:৪২ অপরাহ্ন
লামা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংবাদচিত্র: সংগৃহীত
বান্দরবানের লামা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১০ জুলাই থেকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ধসের আশঙ্কা থাকায় পর্যটন কেন্দ্র, রিসোর্ট বন্ধ রাখা হয়।

ফলে পর্যটকদের সেখানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। গত কয়েক দিন ধরে লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে বৃহস্পতিবার (১৭ জুলাই) হতে সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট খোলা রাখার নির্দেশনা জারি করা হয়েছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন বলেন,  কয়েক দিন ধরে আবহাওয়া স্বাভাবিক থাকায় লামায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ