ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে এনসিপি

গোপালগঞ্জ মুজিববাদ মুক্ত করেই ঘরে ফিরব : নাহিদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৬:২৪:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:০৫:২০ অপরাহ্ন
গোপালগঞ্জ মুজিববাদ মুক্ত করেই ঘরে ফিরব : নাহিদ সংবাদচিত্র: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ ১৭তম দিনে বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জকে আওয়ামী লীগ ও মুজিববাদের প্রভাব থেকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

পথসভায় প্রধান বক্তা হিসেবে নাহিদ ইসলাম বলেন, ‘‘গোপালগঞ্জকে আওয়ামী লীগ ও মুজিববাদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। আমাদের পূর্বঘোষিত পদযাত্রায় সেখানে আক্রমণ করা হয়েছে। আমরা ঘোষণা করছি, গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে থেকে এই অঞ্চলকে মুজিববাদের কবল থেকে মুক্ত করব।”নাহিদ ইসলাম গোপালগঞ্জে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি দাবি করেন, ‘‘গতকাল (বুধবার) গোপালগঞ্জে চারজনের বিচারবহির্ভূত হত্যার ঘটনায় দায়ীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।’’নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘‘প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোসররা রয়েছেন, যারা অপরাধীদের গ্রেপ্তারের পর মুক্তি দিচ্ছেন।’’তিনি আরো বলেন, ‘‘বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যারা ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের চেষ্টা করছেন, তাদের সতর্ক করছি, গোপালগঞ্জ মুজিববাদমুক্ত করেই আমরা ঘরে ফিরব।’’

পদযাত্রা শুরু ও উৎসবমুখর পরিবেশ
\দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সার্কিট হাউজ প্রাঙ্গণে জমায়েত হয়। দুপুর দেড়টার দিকে গাড়িবহর নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছান। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি জনতা ব্যাংক মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ফরিদপুরের রাজপথ উৎসবমুখর হয়ে ওঠে।

অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি
নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গোপালগঞ্জের সাধারণ মানুষের ওপর অত্যাচার বন্ধ এবং দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। তিনি বলেন, ‘‘আমরা সাধারণ মানুষের পাশে আছি। ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’’

পদযাত্রা অব্যাহত থাকবে
নাহিদ ইসলাম ঘোষণা দেন, পদযাত্রা অব্যাহত থাকবে এবং আগামী ৩ আগস্টের মধ্যে এটি শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই সনদের’ দাবিতে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, ‘‘এই পদযাত্রা চলছে, চলবে। আমরা বিচার দাবি ও ন্যায়ের জন্য রাজপথে আছি।’’ 
পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায় এবং ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ