ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​ময়মনসিংহে সর্বোচ্চ বৃষ্টিপাত, তলিয়ে গেছে মাঠ-ঘাট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:৩৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:৩৫:৫৬ অপরাহ্ন
​ময়মনসিংহে সর্বোচ্চ বৃষ্টিপাত, তলিয়ে গেছে মাঠ-ঘাট সংবাদচিত্র: সংগৃহীত
চলতি বছরে বর্ষা মৌসুমে গেলো ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত আবহাওয়া অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, চলতি বর্ষা মৌসুমে গেলো ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৮৮ মিলিমিটার। এর আগে গত ১ জুন ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয় রেকর্ড করা হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গ্রামগঞ্জেও পানি ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষকে দলবেঁধে মাছ ধরায় নেমেছে পড়তে দেখা গেছে। বৃষ্টির কারণে শিক্ষার্থীরা সকালে স্কুল-মাদ্রাসা এবং কলেজে যেতে পারেনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ