হত্যার উদ্দেশ্যেই হামলা : নাহিদ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০৭-২০২৫ ১২:৪১:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৫ ১২:৪২:৪৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
হত্যার উদ্দেশ্যেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম।
এনসিপি আহ্বায়ক বলেন, বলেন, ‘দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগ মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট জঙ্গি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। তারা আর গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে নেই। গণঅভ্যুত্থানের এতদিনে আবারও সেটি জনগণের সামনে স্পষ্ট হয়েছে।’
তিনি জানান, যতই বাধা, হামলা, হত্যাচেষ্টা হোক, দেশ গড়তে জুলাই পদযাত্রা থামবে না। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পূর্বনির্ধারিত সময়েই পথসভা অনুষ্ঠিত হবে। এরপর রাজবাড়ী, মানিকগঞ্জসহ পরবর্তী জেলাগুলোতে নির্ধারিত সময়েই পদযাত্রা যাবে।
এ সময় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম।
বাংলা স্কুপ/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স