জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৭-২০২৫ ০৯:১৬:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৭-২০২৫ ০৯:১৬:৫৫ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পদার্থবিজ্ঞান (চতুর্থ পত্র) বিষয়ের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণে ২১ জুলাই অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ পত্র (পত্র কোড–১২২৭০৩) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স