ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:১০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:১৮:১৮ অপরাহ্ন
​খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা ​ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর দলের কেন্দ্রীয় নেতারা বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় সেনা নিরাপত্তায় খুলনায় পৌঁছেছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা প্রেসক্লাবে রাত সাড়ে ৯টায় এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকেই ঘোষিত হবে এনসিপির পরবর্তী কর্মসূচি।

সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে খুলনায় প্রবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে কেন্দ্রীয় সদস্যসচিব আকতার হোসেন ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে অবস্থান করছেন।

অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা খুলনার একটি হোটেলে রয়েছেন।

দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিকুর সালেহীন জানান, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। নেতারা রাতে খুলনায় অবস্থান করবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে, বিকেল ৫টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা সেনা পাহারায় মোল্লাহাট ব্রিজ পার হন। 

দুপুর সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমন তালুকদার (১৮), রমজান কাজী (২২) এবং দীপ্ত সাহা (২৫)। পরে এনসিপির শীর্ষ নেতারা সেনা-পুলিশের নিরাপত্তায় শহর ত্যাগ করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ