গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সেনাবাহিনীকে এপিসিতে (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) করে তাদের সরিয়ে আনতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সেনাবাহিনীর দুটি এপিসিতে করে হাসনাত, সারজিসদের সরিয়ে নিতে।
জানা গেছে, এপিসি দুটিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন এনসিপি নেতারা