টালিউডে জয়াসহ বাংলাদেশি শিল্পীদের নিষিদ্ধের ডাক
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৭-২০২৫ ০৪:৫১:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৭-২০২৫ ০৪:৫১:১৫ অপরাহ্ন
জয়া আহসানসহ বাংলাদেশের সব শিল্পী ও কলাকুশলীকে টালিউডে নিষিদ্ধের ডাক দিয়েছেন কলকাতার তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস। টালিউডের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে না পারায় বাংলাদেশি শিল্পী, কুলাকুশলীদের টালিউডে নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন তিনি।
বাংলাদেশি শিল্পীদের টালিউডে কাজ করা বন্ধ না হওয়ায় এর প্রতিবাদে মঙ্গলবার (১৫ জুলাই) একটি ফেসবুক স্ট্যাটাস দেন জুঁই বিশ্বাস। লেখেন, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে পারছেন না। অথচ জয়া আহসানকে ভারতে রেড কার্পেট দিয়ে অভিনয়ের সুযোগ করে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি প্রতিভা নেই জয়া যে চরিত্রটি করেছেন, সেই চরিত্রে অভিনয় করার মতো? কেন ভারতীয় জাদুঘরে তার মিউজিক অ্যালবাম রিলিজ হয়? প্রযোজক-পরিচালকেরা দেশবিরোধী কাজ করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নয় কি?
সবার কাছে প্রশ্ন তুলে এ নেত্রী বলেন, বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে টালিউড এত উদার কেন? জুঁই বিশ্বাস কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুরসভার ১০ নম্বর বরোর চেয়ারপারসনও তিনি। পাশাপাশি তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।
এ তৃণমূল নেত্রীর আরও একটি শক্তিশালী পরিচয় হলো তিনি কলকাতা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। আর স্বরূপ বিশ্বাস বর্তমানে টালিউডের শিল্পী-কলাকুশলীদের ফেডারেশন সভাপতি। তাই জুঁই বিশ্বাসের টালিউড নিয়ে এমন শক্ত অবস্থান অনেক কিছুর রদবদল করতে পারে মনে করছেন সিনেবোদ্ধারা।
প্রসঙ্গত, জয়া আহসান অভিনীত টালিউড সিনেমা ‘ডিয়ার মা’ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই। সেটিকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তুলে প্রতিবাদ জানিয়েছেন জুঁই বিশ্বাস।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স