ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​ইসির ওয়েবসাইটে প্রতীকের তালিকায় দাঁড়িপাল্লা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৪:৩৬:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৪:৩৬:৫৯ অপরাহ্ন
​ইসির ওয়েবসাইটে প্রতীকের তালিকায় দাঁড়িপাল্লা
দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বুধবার (১৬ জুলাই) ইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক দুপুর ২টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের দপ্তরে প্রতীকের গেজেট ও প্রতীকের তালিকা নিয়ে আসেন।

২০১৩ সালে আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তখন সরানো হয়নি। পরে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার একটি সিদ্ধান্তের ভিত্তিতে প্রতীকটি তালিকা থেকে বাদ দেওয়া হয়, যদিও সেটি কোনো আদালতের রায় ছিল না।

এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই মার্কা রেখে দিলেন?

ইসির তথ্যানুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবার দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট প্রতীক ১০০-এর বেশি করার চিন্তা করছে ইসি।
 
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে

সরানো হলো ‘নৌকা’ প্রতীক


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ