ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​২০ বছরের পুরনো যানবাহন সরাতে শিগগিরই অভিযান: বিআরটিএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০১:৩৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০১:৫৯:৪০ অপরাহ্ন
​২০ বছরের পুরনো যানবাহন সরাতে শিগগিরই অভিযান: বিআরটিএ চেয়ারম্যান ​ছবি: সংগৃহীত
সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০ বছরের বেশি পুরনো এবং ফিটনেসবিহীন যানবাহন দ্রুত সরিয়ে নেওয়ার অভিযান শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৬ জুলাই) ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়কে প্রাণহানির ঘটনা ঘটছে। ২০ বছরের বেশি পুরনো বাস এবং ট্রাক রাস্তায় রেখে আমরা কখনোই সড়ক নিরাপদ করতে পারব না। এ কারণে এই যানবাহনগুলো উঠিয়ে দেওয়ার বিকল্প নেই। মালিক-শ্রমিক কমিটিসহ সবাইকে সঙ্গে নিয়েই আমরা যুগপৎ উদ্যোগ নিচ্ছি।

তবে এ অভিযান এককভাবে সরকারের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এটা একদিনে হবে না। তবে আমরা কাজটা শুরু করেছি। কবে থেকে অভিযান শুরু হবে এখনই বলতে চাচ্ছি না, তবে খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন।

পুরনো বাস সরানোর উদ্যোগ নিলে অতীতে মালিকদের পক্ষ থেকে প্রতিবন্ধকতা এসেছে—এবারও এমন হলে বিআরটিএর করণীয় কী, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আপনারা জেনে খুশি হবেন, এবার আমরা মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে রেখেই কার্যক্রম শুরু করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিআরটিএর পরিচালক (রোড সেফটি) মোহাম্মদ শহীদুল্লাহ এবং ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ