আসছে ৪ হাজার কোটি বাজেটের সিনেমা!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৭-২০২৫ ১২:২২:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৭-২০২৫ ১২:৪১:০১ অপরাহ্ন
ফাইল ছবি
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি। আর এতে অভিনয় করবেন রণবীর কাপুর। শুধু তিনিই নন, বলিউড ও দক্ষিণ ভারতের শীর্ষ সব তারকাকে দেখা যাবে সেখানে। ছবির বাজেট হতে যাচ্ছে ৪ হাজার কোটি রুপি।এ ছবি নিয়ে আগে অনেক খবর আর গুঞ্জন ছড়িয়েছে। জানা গিয়েছিল ছবির শুটিং ফেলে পালিয়েছেন নির্মাতা ও প্রযোজক। বেশ দেরিতে হলেও ফিরেছেন সবাই। মহাভারত অবলম্বনে নির্মিতব্য এ ছবির নাম ‘রামায়ণ’।
দুই পর্বে ছবিটি পরিচালনা করবেন নীতেশ তিওয়ারি। এতে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপু, সাই পল্লবী হচ্ছেন সীতা। সানি দেওল হবেন হনুমান আর যশ থাকছেন রাবণ চরিত্রে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি। বড় বড় সব তারকা, দুর্দান্ত প্রোডাকশন ডিজাইন। এসব কারণে এতদিন ছবির বাজেট নিয়ে ছিল নানান গুঞ্জন। জল্পনা-কল্পনা থামাতে মুখ খুললেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। এক সাক্ষাৎকারে তিনি জানালেন ‘রামায়ণ’ বানাতে খরচ হবে ৪ হাজার কোটি রুপিরও বেশি!
‘পৃথিবীর সবচেয়ে বড় গল্প, সবচেয়ে বড় ছবি হতে যাচ্ছে এটি।’ সম্প্রতি প্রখ্যাত বক্তা প্রখর গুপ্তর একটি পডকাস্টে অংশ নিয়ে এই কথা বলেন নমিত মালহোত্রা। সেখানে রামায়ণের বাজেট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সবাই আমাকে পাগল ভাবছে! কারণ এত বড় বাজেটের কোনও ভারতীয় ছবি এর আগে হয়নি। দুই পর্ব মিলিয়ে ছবিটির বাজেট হবে প্রায় ৫শ মিলিয়ন ডলার, মানে ৪ হাজার কোটিরও বেশি!’ তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি ছবি বানাচ্ছি যা বিশ্বের সবচেয়ে বড় গল্পকে তুলে ধরবে। এটা শুধু একটা সিনেমা না, এটা একটি বৈশ্বিক মহাকাব্য হবে।’নমিত আরও দাবি করেন, এই ছবি যদিও বিশাল বাজেটের, তবুও হলিউডের কিছু ছবির তুলনায় এখনো ‘কম খরচে বড় ছবি’ তৈরি করছেন তারা। তার কথায়, ‘আমি এখনো মনে করি আমরা বড় ছবি বানাচ্ছি তুলনামূলকভাবে কম বাজেটে। এটা আমার কাছে শুধু অর্থকেন্দ্রিক প্রজেক্ট নয়।’
বাংলাস্কুপ/ ডেস্ক / এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স