ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​দেশে ফিরে যা বললেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:৪৯:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:৪৯:০৯ পূর্বাহ্ন
​দেশে ফিরে যা বললেন জামায়াত আমির ফাইল ছবি
অতীতে কোনো কোনো দেশ একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।জামায়াত আমির বলেন, এই বিষয়টি দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি।

সমতা ও ন্যায্যতার ভিত্তিতে জামায়াত চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জানিয়ে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এগিয়ে নেবে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও জোরদার হবে।ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে চায়না কর্নার গড়ে তোলার কথা জানিয়েছে দেশটির সরকার।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ