ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​নতুন কিছুর অপেক্ষায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:১৯:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:১৯:১৭ পূর্বাহ্ন
​নতুন কিছুর অপেক্ষায় বাংলাদেশ ফাইল ছবি
এক মাসের লম্বা সফর। অনেক দিন ধরেই বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজে এতোটা সময় দেশের বাইরে কাটায়নি। ২০২৩ বিশ্বকাপে দেড় মাস দেশের বাইরে কাটাতে হয়েছিল। ওই বিশ্বকাপে ব‌্যর্থতার প্রতিবেদনে উঠে আসে, ক্রিকেটারদের হোম সিকনেসের বিষয়টি।

পরিবার ছাড়া লম্বা সময় কাটানো কঠিন এমন কথাও উঠে এসেছিল। সেজন‌্য এবার শ্রীলঙ্কা সফরে পরিবার নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন ক্রিকেটাররা। শান্ত, মিরাজ, শামীমরা পরিবার নিয়ে দ্বীপরাষ্ট্রে ছিলেন। তাতে মাঠের ক্রিকেটে তেমন প্রভাব পড়েনি। কেননা ব‌্যর্থতার জালে আটকা বাংলাদেশ।টেস্ট সিরিজ খোয়া গেছে। হারিয়েছে ওয়ানডে সিরিজ। এখন অপেক্ষায় টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে দুই দলের সমীকরণ ১-১। আজ কলম্বোতে যারা জিততে তারাই হাসবে শেষ হাসি।  

নতুন কিছুর অপেক্ষায় বাংলাদেশ। ২০১৩ থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটি দিপাক্ষিক সিরিজ খেলে কোনো সিরিজ জয় নেই বাংলাদেশের। ২০১৭ সালে দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র করাই সর্বোচ্চ সাফল্য। সেই কলম্বোতেই স্মরণীয় অর্জনের হাতছানি। শেষ টি-টোয়েন্টি জিতে ইতিহাস নতুন করে লেখার সম্ভাবনা তৈরি হয়েছে লিটন, মিরাজদের সামনে। কলম্বোতে বুধবার সন্ধ‌্যা সাড়ে সাতটায় শুরু হবে ম‌্যাচটি।

প্রথম ম‌্যাচ হারের পর দ্বিতীয় ম‌্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পিছিয়ে থেকে সমতা আনার পর সিরিজ জয়ের স্বাদ অন‌্য রকম। ২০১৮ সালে একবারই এমন কিছু করতে পেরেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতে। প্রথম ম্যাচ ৭ উইকেটে হারের পর আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েলদের থামিয়ে দেয় বাংলাদেশ। ম্যাচ জেতে ১২ ও ১৯ রানে।এবার প্রথম ম‌্যাচে বিব্রতকর হারকে সঙ্গী করে বাংলাদেশ। দ্বিতীয় ম‌্যাচে শ্রীলঙ্কাকে একশ রানও করতে দেয়নি বাংলাদেশ। প্রতিশোধ নিতে তারা মুখিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত দুই দল ১৯ ম‌্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৭টিতে এবং হার ১২টিতে।

দ্বিতীয় ম‌্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে শেষটাতেও মাঠে নামতে চায় বাংলাদেশ। দলের অলরাউন্ডার শামীম পাটোয়ারী বলেছেন, ‘‘দ্বিতীয় ম্যাচে জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঐ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের সিরিজ জয়ের ভাল সুযোগ আছে। আশা করি, ভাল খেলতে পারলে এই ম্যাচেও জয় সম্ভব।’’শেষ টি-টোয়েন্টিতে কেউ কাউকে ছাড় দেবে না নিশ্চিতভাবেই। শ্রীলঙ্কা দুটি সিরিজ জিতে শেষটাও রাঙাতে মুখিয়ে। বাংলাদেশের সামনে সুযোগ সেই পুরোনো ভুলের পুনরাবৃত্তি না করে জয় দিয়ে সফরের ইতি টানা।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ