'চরমোনাইকে শায়েস্তা করার নির্দেশ দিয়েছে বিএনপি'
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০৭-২০২৫ ০৯:৫৪:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৭-২০২৫ ০৯:৫৪:১২ অপরাহ্ন
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি
চরমোনাইয়ের মতো একটি আধ্যাত্মিক ধারাকে শায়েস্তা করার নির্দেশনা দেয়া হয়েছে বিএনপির মঞ্চ থেকে। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীরের একটি বক্তব্য খণ্ডিত আকারে ছড়িয়ে পড়েছে। সে খণ্ডিত বক্তব্যকে কেন্দ্র করে দেশের ঐতিহাসিক সুফি ও সংস্কার ধারা চরমোনাইকে কেন্দ্র করে রাজপথে নোংরা স্লোগান দেয়া হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ ও এনসিপিকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদের ভাষায় ও ঢংয়ে স্লোগান দেয়া হয়েছে; এটা দুর্ভাগ্যজনক।
তিনি অভিযোগ করে বলেন, পুরান ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য শালীনতার মাত্রা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন ‘চরমোনাইয়ের মতো একটি আধ্যাত্মিক ধারাকে শায়েস্তা করার নির্দেশনা দেয়া হয়েছে বিএনপির মঞ্চ থেকে। রাজনীতিকে এভাবে কলুষিত করা ও প্রতিহিংসাপরায়ণ করা বিএনপির মতো দলের পক্ষে শোভা পায় না।
রাজনৈতিক হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িতদের ‘বড় অংশ’ বিএনপির রাজনীতির সঙ্গে ‘সম্পৃক্ত’ রয়েছে। এ মন্তব্য করে চরমোনাই পীর বলেন, পুরান ঢাকার ঘটনায় বিএনপি তাদের কর্মীদের বহিষ্কার করেছে, তার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। তাই বিএনপি নেতৃবৃন্দকে বলব কর্মীদের অপরাধের দায়ভার দল হিসেবে আপনাদের বহন করতেই হবে। জনতার প্রতিবাদকে প্রতিপক্ষ না বানিয়ে দলের ভেতরে থাকা অপরাধীদের চিহ্নিত করুন। অপরাধ ঘটার আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। প্রকাশ্যে একজন মানুষকে পিশাচের নির্মমতায় হত্যা করার পরে আপনি জনতার কাছ থেকে মার্জিত ক্ষোভ আশা করতে পারেন না।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করলে পতিত শক্তি সুযোগ নিতে পারে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স