ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​এই ব্যাগের দাম ১২১ কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৩:১৯:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৩:১৯:৩৭ অপরাহ্ন
​এই ব্যাগের দাম ১২১ কোটি টাকা! ​ছবি: সংগৃহীত
বারকিন ব্যাগের নাম শুনেছেন?— এই ব্যাগকে মর্যাদা ও বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কেউ কেউ একটি বারকিন ব্যাগের মালিক হওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করেন। এই ব্যাগ তৈরির ইতিহাসও বেশ চমকপ্রদ। 

বারকিন ব্যাগ তৈরির ইতিহাসও বেশ মজার
এই ব্যাগ তৈরির সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত গায়িকা জেন বারকিনের নাম। তার জন্যই সর্বপ্রথম কালো লেদারের এই হ্যান্ডব্যাগটি তৈরি করা হয়েছিলো ১৯৮৫ সালে। একবার জেন বারকিন লাক্সারি ফ্যাশন হাউজ হারমেসের তৎকালীন প্রধানের পাশে বসেছিলেন। কিন্তু তিনি তার হাতে থাকা ব্যাগটি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। শুধু তাই না হঠাৎই জেন বারকিনের হাত থেকে তার ব্যাগটি নিচে পড়ে যায়। সঙ্গে পড়ে যায় ব্যাগে রাখা জিনিসপত্রও। সে সময় পাশে বসে থাকা হারমেসের প্রধানকে বারকিন বলেন, ‘আপনারা কেন বড় ব্যাগ বানান না?’

হঠাৎ আঁকা হলো ব্যাগের নকশা
বারকিনের কথা শুনে বিশ্বখ্যাত ডিজাইনার হারমেস প্রধান তখনই বিমানে থাকা একটি কাগজের সিক ব্যাগে নতুন ব্যাগের নকশা আঁকেন। পরে সেই নকশা অনুযায়ী তৈরি হয় ‘বারকিন ব্যাগ’। যে ব্যাগ পরবর্তীতে শুধুমাত্র গায়িকা বারকিন নন আরও অনেক তারকাই ব্যবহার করতে শুরু করেন। তবে এই ব্যাগের প্রথম গ্রাহক ছিলেন বারকিন।

সর্বপ্রথম তৈরি হওয়া সেই বারকিন ব্যাগটি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। যার মূল্য পড়েছে দশ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১২১ কোটি টাকার বেশি। এটিই এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি হ্যান্ডব্যাগ।

জাপানি এক সংগ্রাহক ব্যাগটি কিনেছেন। ব্যাগটির বিক্রিমূল্য এতটাই বেশি যা আগের সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে।এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রিত ব্যাগটির মূল্য ছিল পাঁচ লাখ ১৩ হাজার মার্কিন ডলার।

জেন বারকিন মারা যাওয়ার পরে ১৯৯৪ সালে এইডস রোগীদের সহায়তার জন্য তহবিল তুলতে তিনি ব্যাগটি নিলামে দান করেন। সে সময় প্যারিসের এক বিলাসবহুল বুটিকের মালিক ক্যাথেরিন বেনিয়ার এটি কিনে নেন। তারপর তিনি ২৫ বছর ধরে ব্যাগটি নিজের সংগ্রহে রেখেছিলেন। এত বছর পর ফের এটি নিলামে ওঠে। এবং রেকর্ড দামে বিক্রি হয়।

 বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ