রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০৭-২০২৫ ১১:০২:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৭-২০২৫ ১১:১৯:০৮ পূর্বাহ্ন
ফাইল ছবি
৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। খবর বিবিসির।সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে ব্যাপারটা খুবই সোজা- শুল্ক হবে ১০০%। আর সেটাই বাস্তবতা।
বিশ্লেষকদের মতে, সেকেন্ডারি শুল্ক জারি করা হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য লেনদেন চালিয়ে যাওয়া দেশগুলোকে ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে। এই শুল্কের প্রভাবে চড়া মূল্য দিতে হতে পারে চীন, ভারত, ব্রাজিল ও তুরস্কের মতো দেশগুলোকে, যারা তাদের জ্বালানি প্রকল্পের জন্য রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল।
উদাহরণস্বরূপ, যদি ভারত রাশিয়া থেকে তেল কিনতে থাকে, তাহলে যেসব মার্কিন কোম্পানি ভারতীয় পণ্য কিনবে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ১০০ শতাংশ আমদানি কর বা শুল্ক দিতে হবে।সোমবার হোয়াইট হাউজে ন্যাটো জোটের মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেন, “ইউক্রেন যুদ্ধ নিয়ে আমি রাশিয়ার ওপর একেবারেই খুশি নই।”
বৈঠকে ট্রাম্প ও রুটে একটি চুক্তিও ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে, ন্যাটো সামরিক জোট যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় করবে এবং তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দ্রুত বিতরণ করা হবে।ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনে তা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের সেনাদের হাতে তুলে দেওয়া হবে।সাবেক ডাচ প্রধানমন্ত্রী রুটে জানান, এই চুক্তির আওতায় ইউক্রেন বিপুল পরিমাণ অস্ত্র পাবে।তিনি আরো বলেন, “আমি যদি আজ ভ্লাদিমির পুতিনের জায়গায় থাকতাম... তাহলে ইউক্রেন নিয়ে আলোচনাকে আরো গুরুত্ব সহকারে নেওয়া উচিত কিনা তা পুনর্বিবেচনা করতাম।” এসময় ট্রাম্প মাথা নেড়ে তার কথায় সায় দেন।
দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। শুরুতে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু গত কয়েক সপ্তাহে রুশ বাহিনীর হামলা আরো বাড়ায় ট্রাম্পের ক্ষোভও প্রকাশ পেতে শুরু করেছে। সোমবার পুতিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেছেন, আমি বলতে চাই না তিনি একজন খুনি, কিন্তু তিনি একজন কঠোর লোক।গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, সোমবার তিনি রাশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। সেই মোতাবেক নতুন ঘোষণায় তিনি যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিনের সময় বেঁধে দিলেন। এর একদিন আগেই রবিবার ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। যা রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সহায়ক হবে। এদিকে, সোমবার কিয়েভে পৌঁছান ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।জেলেনস্কি বলেছেন, এটি ছিল অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে মিলে প্রতিরক্ষা উৎপাদন ও ক্রয়বিষয়ক উদ্যোগ নিয়ে কথা বলেছি। তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ও ইতিবাচক বার্তা আমাদের দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।
বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স