ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​সোহাগের খুনিদের পক্ষে দাঁড়াবে না কোনো বিএনপিপন্থি আইনজীবী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৪:৪৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৬:৪৮:২২ অপরাহ্ন
​সোহাগের খুনিদের পক্ষে দাঁড়াবে না কোনো বিএনপিপন্থি আইনজীবী ​ছবি: সংগৃহীত
ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের হত্যাকারীদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিপন্থি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট।

সোমবার (১৪ জুলাই) ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক মো. খোরশেদ আলম এ কথা বলেন। তিনি সোহাগ হত্যাকাণ্ডের নিন্দা জানান।

খোরশেদ আলম লিখিত বক্তব্যে বলেন, অনতিবিলম্বে সব আসামির দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কোনো সদস্য সোহাগ হত্যা মামলায় আসামি পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে। কোনো আইনজীবী যেন আসামিদের পক্ষে না দাঁড়ায় সেই আহ্বানও জানাচ্ছি।

মিটফোর্ড হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে সমস্ত দায়ভার বিএনপির ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (৯ জুলাই) মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় সোহাগকে। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ