ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​চেলসির শিরোপা উদযাপনে ‘কাবাব মে হাড্ডি’ ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৪:০৯:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৪:০৯:২২ অপরাহ্ন
​চেলসির শিরোপা উদযাপনে ‘কাবাব মে হাড্ডি’ ট্রাম্প ​ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি মানেই যেন অন্য রকম কিছু ঘটবে! তেমনি অন্য রকম এক ঘটনা ঘটালেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে। এতে দুয়ো পর্যন্ত শুনতে হয়েছে ট্রাম্পকে।

রোববার (১৩ জুলাই) ক্লাব বিশ্বকাপ ফাইনালে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় পিএসজি-চেলসি। ফরাসি জায়ান্টদের ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ইংলিশ ক্লাব চেলসি। 

এমন দুর্দান্ত জয়ের পর চেলসির শিরোপা উদযাপনে ‘কাবাব মে হাড্ডি’ হয়ে দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বকাপের ট্রফি নিয়ে খেলোয়াড়দের উদযাপনের সময়ে সাধারণত আয়োজক বা পৃষ্ঠপোষকদের কেউ থাকেন না। খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাসে যেন বাধা না পড়ে, সে কারণেই অতিথিরা ট্রফি দিয়েই সরে আসেন।

ট্রফি চেলসির ফুটবলারদের হাতে তুলে দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সরে এসেছিলেন। কিন্তু ট্রাম্প যে নাছোড়বান্দা। তিনি দাঁড়িয়ে থাকলেন চেলসির মাঝেই! এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

ফিফা সভাপতি ইনফান্তিনো বারবার মঞ্চ থেকে সরে দাঁড়ানোর ইশারা দিলেও চেলসির খেলোয়াড়দের উদযাপনের ভিড়ে ঠায় দাঁড়িয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের এই কাণ্ড দেখে অনেকের হয়তো ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ঘটনা মনে পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৎকালীন সভাপতি শারদ পাওয়ার অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। ট্রফি দেওয়ার পরও যখন শারদ সেখান থেকে যাচ্ছিলেন না, তখন তাকে (শারদ) ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন পন্টিং।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ