পানি প্রবাহে বাধা, অর্ধশতাধিক বাঁধ কেটে দিলেন ম্যাজিস্ট্রেট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৭-২০২৫ ০২:৫৫:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৭-২০২৫ ০৪:১৩:৩১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নোয়াখালী সদর উপজেলার কালাদরপ ইউনিয়নে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা অবৈধ অর্ধশতাধিক বাঁধ কেটে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত একটানা অভিযান চালিয়ে ইউনিয়নের মুন্সিরতালুক এলাকা থেকে রব বাজার পর্যন্ত এসব বাঁধ কেটে ফেলা হয়। অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। তিনি জানান, দীর্ঘদিন ধরে কালাদরপ ইউনিয়নের বিভিন্ন খাল ও পানি চলাচলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যক্তিস্বার্থে বাঁধ তৈরি করে জলাবদ্ধতা সৃষ্টি করা হচ্ছিল। এতে এলাকার বিস্তীর্ণ কৃষিজমি পানিতে ডুবে ফসল নষ্ট হচ্ছিল এবং বসতবাড়িতেও পানি ঢুকে জনদুর্ভোগ তৈরি হচ্ছিল।
তিনি আরও বলেন, স্থানীয়দের অভিযোগ ও মাঠ পর্যায়ে তদন্তে দেখা যায়, প্রায় ৫০টির বেশি ছোট-বড় অবৈধ বাঁধ এলাকার স্বাভাবিক পানি প্রবাহে মারাত্মক বাধা সৃষ্টি করছে। জনগণের স্বার্থে এসব অবৈধ বাঁধ কেটে দেওয়া হয়েছে। পানি চলাচল স্বাভাবিক হলে কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমে আসবে। অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এদিকে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। বেলায়েত হোসেন নামে স্থানীয় একজন বলেন, দীর্ঘদিন ধরে আমরা জলাবদ্ধতার মধ্যে দিন কাটাচ্ছি। খালগুলো দখল হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই পানি ঘরে ঢুকে পড়ে। প্রশাসনের এই উদ্যোগে আমরা এখন স্বস্তি পাচ্ছি।
নোয়াখালীর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলা বলেন, কয়েক দিনের টানা ভারী বর্ষণে জেলার ছয়টি উপজেলার নিম্নাঞ্চল এখনও পানির নিচে। জলাবদ্ধতা ও বন্যায় ঘরবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। অনেক বাড়ির ভেতরেও পানি ঢুকে আছে। ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। তাই পানি প্রবাহে বাধা সৃষ্টি করে এমন যেকোনো ধরনের অবৈধ বাঁধ বা দখল উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স