ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১২:১৯:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১২:১৯:৪৫ অপরাহ্ন
​বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন ফাইল ছবি
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ওই সময়ে অন্যান্য স্টেশনে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক থাকবে। কেবল ঢাবি স্টেশনে কোনো ট্রেন দাঁড়াবে না।রোববার (১৩ জুলাই) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অনুষ্ঠানসংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই বিকেল ৫টা থেকে স্টেশনটি বন্ধ রাখা হবে। এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণীর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ