ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সমতার মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১২:১৩:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১২:১৩:০০ অপরাহ্ন
সমতার মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ সংবাদচিত্র: সংগৃহীত
রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থা প্রতিষ্ঠিত করতে হবে-এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ মন্তব্য করেছেন, সমতার মর্যাদায় তাদেরকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব।সোমবার (১৪ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা ১৩তম দিনের বৈঠকের শুরুতে তিনি এ সব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, মনে রাখতে হবে গতবছরের ১৪ জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরানোর গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদ মুখর হয়েছিলেন। তাই মনে রাখতে হবে নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে।নারীদের সংসদীয় আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এই দুইটি বিষয়ে আলোচনা হবে। আলোচনায় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রীয়াজ।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ