ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০১:১০:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০২:১৮:১৯ অপরাহ্ন
​বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ ​ফাইল ছবি
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন। অগ্রগতি নিয়ে চলতি সপ্তাহে তিন দিন আলোচনা হবে। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ড. আলী রীয়াজ বলেন, এ সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এর মধ্যেই কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায়।

দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চাই জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে যে কোনোভাবেই একটা যৌক্তিক জায়গায় আসতেই চাই। বড়জোর সেটা ৩১ জুলাই হতে পারে। আজকের আলোচনার সূচিতে তিনটি বিষয় রাখা হয়েছে—প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারি।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে
  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ