ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনপি শান্তিপ্রিয় রাজনৈতিক দল: দুলু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৫:৫০:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৫:৫০:০৫ অপরাহ্ন
​বিএনপি শান্তিপ্রিয় রাজনৈতিক দল: দুলু ​ছবি: সংগৃহীত
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নানা অপরাধে জড়িত থাকায় গত ১০ মাসে দলের প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপিতে কোনও অন্যায়কারীর জায়গা হবে না। বিএনপি একটা শান্তিপ্রিয় রাজনৈতিক দল।

শনিবার (১২ জুলাই) দুপুরে নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া কখনও অন্যায়কে প্রশ্রয় দেননি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ আদর্শবান মানুষ ছিলেন, যাকে নিয়ে কেউ কোনদিন কোনও বিতর্কিত কথা বলতে পারেনি। এখন জিয়াউর রহমানের উত্তরসুরি তারেক রহমান কখনো কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। আগামীতেও দেবে না।

বিএনপিতে কোনও চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনির স্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িতদের স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। এই হত্যার সাথে জড়িতদের দুষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তিনি।

এসময় দুলু আরও বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানসহ এমন কোনো নেতাকর্মী নেই, যারা নির্যাতনের শিকার হননি। বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির এখনও ক্ষমতায় না যেতেই নানা চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ