সরকার মব জাস্টিস কোনভাবেই বরদাস্ত করে না: রিজওয়ানা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৭-২০২৫ ০৫:৪১:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৭-২০২৫ ০৫:৫০:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে। সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাস্ত করে না। যেখানেই মব জাস্টিস হচ্ছে, সেখানেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন
শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত একদিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, মেগা প্রকল্প ছাড়াও ছোট ছোট প্রকল্পের মাধ্যমে মানুষের উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় আমাদের আগে নিজেরা সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিকতায় প্রাণ ও প্রকৃতিকে গুরুত্বপূর্ণ স্থানে না রাখি, ততক্ষণ পর্যন্ত পরিবেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা আরও জানান, আমরা কাজ শুরু করেছি, আশা করি দ্রুত সময়ের মধ্যে সকলের সহযোগিতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব হবে।
ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এর আগে ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে 'বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ' কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাভার উপজেলায় রোপণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।
সবশেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী একটি নিম গাছের চারা রোপণ করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স