ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​ক্ষমতার ভাগ ছাড়া বিএনপিকে খুঁজে পাওয়া যায় না: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৪:০৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৫:১৬:১৭ অপরাহ্ন
​ক্ষমতার ভাগ ছাড়া বিএনপিকে খুঁজে পাওয়া যায় না: নাহিদ ইসলাম ​ছবি: সংগৃহীত
ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া বিএনপির কোনো খবর পাওয়া যায় না— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১২ জুলাই) দুপুর ১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগস্টের পর আমরা বিএনপিকে আহবান জানিয়েছিলাম— আসুন জাতীয় সরকার গঠন করি। দেশকে পুনর্গঠন করি। বিভাজন ভুলে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা বললো, তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বললো ছয় মাসের মধ্যে। তারা কেবল তখনই সাড়া দেয়, যখন ক্ষমতার ভাগ জোটে।

এর আগে সাতক্ষীরা শহরের নারিকেলতলা মোড় থেকে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একটি পদযাত্রা শুরু হয়। শহীদ আসিফ চত্বরে এসে পথসভা আয়োজনের মধ্য দিয়ে পদযাত্রা শেষ হয়।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

বক্তারা বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাতক্ষীরাবাসী অতীতেও সোচ্চার ছিল, এখনো আছে ও ভবিষ্যতেও থাকবে। তারা জানান, এনসিপি সাধারণ মানুষের অধিকার আদায়ে মাঠে আছে, থাকবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ