ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমাতঙ্ক ছড়ান মা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০২:০৯:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৩:০৩:৩২ অপরাহ্ন
​ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমাতঙ্ক ছড়ান মা ​ফাইল ছবি
অচেনা নম্বর থেকে ফোনকলে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আছে। খবর পেয়ে বিজি-৩৭৩ ফ্লাইটটিতে ৩ ঘণ্টা চলে নিবিড় তল্লাশি। তবে বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, ইমন, তার স্ত্রী তাহমিনা ও মা রাশেদা বেগম। শুক্রবার (১১ জুলাই) রাতে রাজধানীর উত্তরা ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব ও সেনাবাহিনীর একটি যৌথ দল। 

র‍্যাব জানায়, এই ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারেন- এ জন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে।

শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

র‍্যাব ডিজি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোল ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন। যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে আটকাতে পারেন।

‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা রয়েছে, উড়াল দিলেও তা বিস্ফোরিত হবে’- শুক্রবার (১১ জুলাই) অজ্ঞাত স্থান থেকে এমন ফোনো হুমকির পর কাঠমান্ডুগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করে তল্লাশি করা হয়। তবে বিমানে কোনো বোমা বা এ জাতীয় কিছুই পাওয়া যায়নি। ফলে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ