ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​আ' লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৭:১৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৭:১৫:৩১ অপরাহ্ন
​আ' লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার ​ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগকে রিফাইন্ড করার জন্য আন্তর্জাতিকভাবেও ষড়যন্ত্র চলছে। নির্বাচন বা নানা দর্শনের নামে রিফাইন্ড আওয়ামী লীগকে ফেরানোর কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সবাই এক হয়েছে, সেই আকাঙ্ক্ষা ধরে রাখতে হবে, নয়তো আবারও ফ্যাসিবাদের জাঁতাকলে পড়তে হবে।

মিয়া গোলাম পরওয়ার জোর দিয়ে বলেন, প্রতিটি দলের নিজস্ব মতামত ও সমালোচনা থাকবে। তবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সবাইকে এক থাকতে হবে। সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও, সবার আচরণ শিষ্টাচারের মধ্যে থাকা উচিত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ