ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অনেক বিষয়ে ঐকমত্য হচ্ছে: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৩:২২:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৩:২২:৪০ অপরাহ্ন
অনেক বিষয়ে ঐকমত্য হচ্ছে: আলী রীয়াজ সংবাদচিত্র: সংগৃহীত
রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত‍্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার একাদশ দিনের আলোচনা শুরুর আগে তিনি এই কথা জানান।

জানা গেছে, আজকের আলোচনা সূচিতে রয়েছে- প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। আলী রীয়াজ বলেন, ‘অনেক বিষয়ে ঐকমত্য‍ হচ্ছে। দ্রুততম সময়ে সবাইকে ঐকমত্য‍ে নিয়ে এসে একটি জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য।’ দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটা জায়গায় যাওয়া সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের বিষয়গুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে, সব দলের অবস্থান জানা। সেখান থেকে আলোচনা করে নিষ্পত্তির চেষ্টা করবে কমিশন।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ