ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে : প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১২:৪২:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১২:৪৩:০১ অপরাহ্ন
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে : প্রেস সচিব ​ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এই বছরের জুলাই মাসের গণবিপ্লব নিয়ে বিবিসির এই গভীর অনুসন্ধানী প্রতিবেদন এবং সম্প্রচারের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে শিশু-সহ শতাধিক প্রতিবাদকারীকে হত্যার নির্দেশ দেওয়ার যে ভয়াবহ অভিযোগ উত্থাপিত হয়েছে, তা গোটা বিশ্বে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বানকে আরও জোরালো করে তুলবে। তাকে এই গণহত্যার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’

তিনি আরও লেখেন, ‘১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে তিনি যে হত্যাকারীদের সমাবেশ করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছেন, তার কোনও রেহাই নেই- না তার, না তার ঘনিষ্ঠ হত্যাকারী বাহিনীর।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

জুলাইয়ে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা : ​বিবিসির অনুসন্ধান


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ