ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​৯ বছর পর সম্মেলন

কাউখালী বিএনপির সভাপতি আহসান, সম্পাদক দ্বীন মোহাম্মদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৮:৫৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৮:৫৬:৩৪ অপরাহ্ন
কাউখালী বিএনপির সভাপতি আহসান, সম্পাদক দ্বীন মোহাম্মদ ​ছবি: সংগৃহীত
দীর্ঘ ৯ বছর পর পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এস এম আহসান কবীর ও সাধারণ সম্পাদক পদে এইচ এম দ্বীন মোহাম্মদ  নির্বাচিত হয়েছেন। এছাড়া মনিরুজ্জামান মিয়া সহ-সভাপতি, জিয়াউল হাসান নিকসন যুগ্ম সাধারণ সম্পাদক, লিয়াকত তালুকদার এবং রফিকুল ইসলাম রফিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে  ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (৮ জুলাই ) স্থানীয় পুরাতন ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির আহ্বায়ক ও কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয়  কমিটির সহ-সাংগঠনিক  সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুল হক নান্নু। অন্যদের মধ্য বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, সাইদুল ইসলাম কিসমত, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা যুগ্ম-আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ