ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বন্যায় ভেসে গেছে ‘ফ্রেন্ডশিপ সেতু’, নিখোঁজ বহু মানুষ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৮:৪৭:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৯:১৪:৫৭ অপরাহ্ন
বন্যায় ভেসে গেছে ‘ফ্রেন্ডশিপ সেতু’, নিখোঁজ বহু মানুষ ​ছবি: সংগৃহীত
মৌসুমী বৃষ্টির প্রভাবে চীনের তিব্বত অঞ্চলের ভোতে কোসি নদীতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে চীন ও নেপালকে সংযোগ করা ‘ফ্রেন্ডশিপ সেতু’ ভেসে গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তিব্বত অঞ্চলের একটি হিমবাহী হ্রদের পানি উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন তারা। কারণ কোসি নদী বন্যার পানিতে প্লাবিত হলেও গত ২৪ ঘণ্টায় সেখানে খুব বেশি বৃষ্টিপাত হয়নি।

বন্যায় নেপালে অন্তত ১৮ জন নিখোঁজ হয়েছেন। অপরদিকে চীনে ১১ জন নিখোঁজের তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিনহুয়া।

নেপালে যারা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ছয় চীনা শ্রমিক এবং তিন পুলিশ কর্মী রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)।

এরসঙ্গে আটটি ইলেকট্রিক গাড়িও ভেসে গেছে। এছাড়া একটি হাইড্রোইলেকট্রিক প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংযোগ সেতুটি ভেসে যাওয়ায় চীন ও নেপালের মধ্যে বাণিজ্য বিঘ্নিত হচ্ছে বলে মঙ্গলবার (৮ জুলাই) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত কয়েকদিন ধরেই চীন আকস্মিক বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। এরমধেই এ সপ্তাহে একটি মৌসুমী ঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশটি। যা ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ