ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রচারণা: শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৮:১৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৮:১৫:১৮ অপরাহ্ন
​নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রচারণা: শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ন্যারেটিভস বা প্রচারণার বিপরীতে কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসককে সরকারি এই আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভার কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হয়।

এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ন্যারেটিভস/প্রচারণাগুলোর কোরআনের আয়াত ও হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

মাদ্রাসার আশপাশে মাদক বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক সেবনকারীদের মাঝে মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে মাদ্রাসায় গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করতে হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ