সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ২৮৬
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৭-২০২৫ ০৭:৫০:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৭-২০২৫ ০৭:৫০:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেল্লে আন্তর্জাতক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় লঙ্কানরা।
প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজ ১-১ সমতায় রয়েছে।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক চারিতা আসালঙ্কা। এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।
ম্যাচের শুরুতেই উইকেট তুলে নেন তানজিম। দলীয় চতুর্থ ওভারের প্রথম বলেই মাদুস্কাকে ফেরান তিনি। মাঠে নামেন কুশল মেন্ডিস। ব্যাটিংয়ে এসেই পাথুম নিশাঙ্কার সঙ্গে দেখে শুনে খেলতে থাকেন। কিন্তু তাদের এই জুটি বড় হতে দেননি আগের ম্যাচে পাঁচ উইকেট নেওয়া স্পিনার তানভীর। ব্যক্তিগত পঞ্চম ওভারের এসে পাথুম নিশাঙ্কাকে ফেরান তিনি।
এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকে মিরাজরা। আসালাঙ্কা ও কুশলের ১২৪ রানের জুটি ভাঙেন তাসকিন।
মিরাজের বল ব্যাকফুটে এসে মিডউইকেটের দিকে খেলেন লিয়ানাগে। শটটা তিনি ঠিকঠাকই খেলেছিলেন, কিন্তু রানের জন্য দৌড় শুরুর করার আগেই তার পা গিয়ে লাগে স্টাম্পে। বাকিরা বুঝে ওঠার আগেই ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন লিয়ানাগে, হিট উইকেট হয়ে আউট হওয়ার আগে ১৭ বলে ১২ রান করেন তিনি।
ইনিংসের বাকি ৫ ওভারে শ্রীলঙ্কার বড় ভরসা ছিলেন কুশল মেন্ডিস। কিন্তু তিনিও আউট হয়ে গেছেন শামীমের করা পরের ওভারে। পেছনের দিকে অনেকটুকু দৌড়ে নিজের বলে নিজেই দারুণ এক ক্যাচ নিয়েছেন শামীম। ১১৪ বলে ১২৪ রানে তিনি আউট হয়েছেন।
এই ম্যাচ জিততে হলে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হবে টাইগারদের। এর আগে ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ ২৮০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল তারা। বাংলাদেশ জিতলে পাল্লেকেলেতেও কোনো দলের চতুর্থ সর্বোচ্চ রান তাড়া হবে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৮৫/৭: (কুশল ১২৪, আসালাঙ্কা ৫৮, নিশাঙ্কা ৩৫, হাসারাঙ্গা ১৮*, মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১)
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স