ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​চট্টগ্রামে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১১:৫০:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১১:৫০:৫৮ পূর্বাহ্ন
​চট্টগ্রামে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা সংবাদচিত্র: সংগৃহীত
চট্টগ্রাম মহানগরী ও জেলার সব উপজেলায় সোমবার থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। অব্যাহত বর্ষণের কারণে নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর। এছাড়া নগরীতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া বার্তায় জানানো হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) সকালে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী অন্তত ১২ ঘণ্টা চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত রবিবার থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ১২ ঘণ্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাঈল ভূঁইয়া জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ও কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী অথবা অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাসমূহের কোথাও কোথাও পাহাড় ধসের আশংকা রয়েছে এবং নগরের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ