ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​জাপানি পর্নস্টারের ইসলাম ধর্ম গ্রহণ

'নীল ছবি আর নয়, এবার আল্লাহর দেখানো পথে চলতে চাই'

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:২০:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:২০:০৫ অপরাহ্ন
'নীল ছবি আর নয়, এবার আল্লাহর দেখানো পথে চলতে চাই' ​ছবি: সংগৃহীত
পর্ন তারকা হিসেবে পরিচিত জাপানি অভিনেত্রী রায়ে লিল ব্ল্যাক। যিনি মূলত লিল ব্ল্যাক নামেই প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয় করতেন। লিল সম্প্রতি তার পেশা পরিবর্তন এবং ইসলাম ধর্ম গ্রহণের কারণে শিরোনামে উঠে এসেছেন।

প্রাক্তন পর্ন তারকা জানিয়েছেন, নীল ছবি আর নয়। এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি।

হঠাৎ কেন এই পরিবর্তন? লিলের দাবি, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান। সেখানেই তার মনস্তাত্বিক পরিবর্তন আসে।

লিলের দাবি, তার জীবনে টাকা-পয়সা, খ্যাতি-যশ কোনো কিছুরই অভাব ছিল না। তবুও মন খালি খালি লাগত। এই শূন্যতা ঘোচানোর জন্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । 

তার দাবি, ২০২৪ সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। নিজের নাম বদলে নূরে ইস্তেকবাল রেখেছেন তিনি।

কিছুদিন আগেই কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এমনকি নিজের ‘পাপ’ স্খলনের জন্য তিনি বোরখা পরা এবং রোজাও রাখাও শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন পর্ন তারকা। 

বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করেন তিনি। তবে তার এমন পরিবর্তন নিয়ে সন্ধিহান নেটিজেনদের একটি বড় অংশ। কেউ কেউ মনে করছেন এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়।

সমালোচকদের অবশ্য একহাত নিয়েছেন প্রাক্তন পর্ন তারকা। একটি ভিডিও করে দাবি করেছেন, আমি মৃত্যুর পর জান্নাত যাব কি না, অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজেদের সঙ্গে আল্লার সম্পর্কের উপর নজর দাও। আমি আমারটা বুঝে নেব, তোমাদের মাথা ঘামাতে হবে না।

বাংলাস্কুপ/ডেস্ক/এআরএস/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ