পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৭-২০২৫ ০৭:২৯:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৫ ০৭:২৯:৪৭ অপরাহ্ন
দুর্নীতির অভিযোগ থাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. হযরত আলী বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক নাজমুল ইসলাম তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মো. হযরত আলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআরএস/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স