গাজীপুরে ১৬ দোকান পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৭-২০২৫ ০৪:৪৪:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৫ ০৪:৪৪:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে।সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
কোনাবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ি এলাকায় কাঁচাবাজারে আগুন লাগে। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ও আশপাশের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে মালিকপক্ষের দাবি এতে প্রায় দুই কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স