ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:২৬:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৫:২০:৩৩ অপরাহ্ন
​টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ ​ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ জানান, ঢাকা থেকে জামালপুরগামী মাহি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাঘিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোর ও এক নারী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও এক নারীর মৃত্যু হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ