এক ইলিশের দাম ৭৭০০ টাকা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৭-২০২৫ ১১:১৭:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৫ ১১:১৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। রবিবার (৬ জুলাই) বঙ্গোপসাগরের আগুন মোহনায় জেলে জামাল মাতুব্বরের জালে মাছটি ধরা পড়ে। বিকেলে মাছটি বিক্রির জন্য বাজারে নেওয়া হয়।কুয়াকাটা উপজেলার ধুলাস্বর ইউনিয়নের আশাখালি পাইকারি বাজারের বন্ধন ফিস-২ আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে কবির নামের এক পাইকারি মাছ ব্যবসায়ী ৭ হাজার ৭০০ টাকায় ইলিশটি কিনে নেন।
জেলে জামাল মাতুব্বর বলেন, “রবিবার সকালে মাছ ধরতে সাগরে গিয়ে জাল ফেলি। দুপুরের দিকে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি জালে ধরা পড়ে। এতো বড় ইলিশ কখনো আমার জালে ধরা পড়েনি। আল্লাহর শুকরিয়া আদায় করছি। মাছটি বড় হওয়ায় দামও ভালো পেয়েছি। এভাবে আমাদের জালে বড় বড় মাছ ধরা পড়লে আমরা জেলেরা পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারব।”
বন্ধন ফিস-২ আড়তের ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, “এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাছটি নিলামে ৭ হাজার ৭০০ টাকায় কবির নামে এক পাইকার কিনে নিয়েছেন। তিনি কোথায় মাছটি বিক্রি করবেন সেটা বলতে পারছি না।” কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “নিষেধাজ্ঞার সুফল হিসেবে জেলেরা এ ধরনের বড় সাইজের ইলিশ পাচ্ছেন। এসব মাছ মূলত গভীর সাগরে থাকে। আশা করছি জেলেরা জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের বেশি বেশি মাছ পাবেন।”
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স