ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দুই ঘণ্টা পর শাহ আমানতের রানওয়ে সচল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৩:০৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৪:৩৫:৪৮ অপরাহ্ন
দুই ঘণ্টা পর শাহ আমানতের রানওয়ে সচল ​চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে পড়া বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা পর রানওয়ে সচল হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের মদিনা থেকে আসা ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে ছিল। ফলে বিমান চলাচল ব্যহত হচ্ছিল। 

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-১৩৮ শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টায় মদিনা থেকে ছেড়ে আসে এবং শনিবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে অবতরণ করে। অবতরণের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ইউটার্ন নেয়ার সময় রানওয়ে-২৩ প্রান্তে উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়।

ফ্লাইটে থাকা যাত্রী দোস্ত মোহাম্মদ মুঠোফোনে বলেন, দুই ঘণ্টার বেশি সময় ধরে আমরা উড়োজাহাজেই বসে আছি। প্রায় ৩৮৭ জন হজযাত্রী ও প্রবাসী যাত্রী রয়েছে।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে আসা ফ্লাইট বিজি-১৩৮ অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বেলা ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ