ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৮:৫০:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৮:৫২:৫১ অপরাহ্ন
এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না: জামায়াত আমির ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনার দিকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমানে পাটগ্রামে কি হচ্ছে আপনারা দেখতে পারছেন। শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়ে ফেলেছে একদল লোক। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা সেই সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়ব।’

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর জামায়াতের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, তাহলে আমরা বলব মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করব। এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। প্রশাসনকে ব্যবহার করে কিংবা কালো টাকার খেলা সহ্য করা হবে না। আপনাদের মনে রাখতে হবে আবু সাঈদদের সঙ্গীরা দুনিয়া থেকে বিদায় নিলেও তারা আমাদের শিক্ষা দিয়ে গেছে। আমরা তাদের লড়াই অব্যহত রাখব।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে ঘিরে আমরা বহু ধরনের ষড়যন্ত্র লক্ষ করছি, বহু ধরনের কথাবার্তা আমরা শুনতে পারছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আলামত আমরা বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করে দেই, শেখ হাসিনার সকল বাহিনী দুর্দান্ত প্রতাপ ছিল। জায়গায় জায়গায় নিজেদের লোক বসিয়ে ক্যাডার মাস্তানদের দিয়ে এরা রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু জনগণের জাগরণ-বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাদের কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারছি আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলি, যারা অপরাধ করেছে তাদের ব্যাপারটি রাষ্ট্র দেখবে। এখন আপনারা দায়িত্বে আছেন। আপনার দায়িত্ব পালন করুন। আপনারা ন্যায়ের পথে থাকবেন, অন্যায়ে বিরুদ্ধে ব্যবস্থা নিলে জনগণ আপনাদের পাশে থাকবে ও শক্তি যোগাবে।’

রংপুর মহানগর জামায়াতের আমির আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল, শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী, ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি আব্দুর রহমান কাশেমী, গণঅধিকার পরিষদ জেলা আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ, হিন্দু ধর্মাবলম্বী যোগেন চন্দ্র বর্মনসহ জামায়াতের কেন্দ্রীয়  ও স্থানীয় নেতারা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ