ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​দীর্ঘদিন ফেসবুকে লগইন না করলে কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়?

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৮:০৭:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৮:০৭:১১ অপরাহ্ন
​দীর্ঘদিন ফেসবুকে লগইন না করলে কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়?
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে অনেকেই ভাবেন—দীর্ঘদিন ফেসবুকে লগইন না করলে অ্যাকাউন্ট কি মুছে যায় বা বন্ধ হয়ে যায়?

এই বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের নীতিমালায় বলা হয়েছে, একজন ব্যবহারকারী যদি অনেকদিন অ্যাকাউন্টে লগইন না করেন, তবুও তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট বা বন্ধ হয় না। অর্থাৎ, কয়েক মাস কিংবা কয়েক বছরেও কেউ লগইন না করলেও অ্যাকাউন্টটি সাধারণত থেকে যায়।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টটিকে ‘নিষ্ক্রিয়’ (inactive) হিসেবে গণ্য করতে পারে। সাধারণত, যদি টানা ২ বছর বা তার বেশি সময় কেউ একবারও লগইন না করেন, তখন সেই অ্যাকাউন্টটি আর বন্ধুদের কাছে দেখা যায় না, সার্চে আসে না এবং কনটেন্টগুলো গোপন হয়ে যায়।

নিষ্ক্রিয় অ্যাকাউন্টে কী ঘটে?
- বন্ধুদের সার্চে প্রোফাইল দেখা যায় না
- ছবি, পোস্টসহ কনটেন্ট গোপন হয়ে যায়
- মেসেঞ্জার ও অন্যান্য ফিচারেও অ্যাক্সেস বন্ধ হতে পারে

তবে একবার ফেসবুকে লগইন করলেই অ্যাকাউন্ট আগের অবস্থায় ফিরে আসে। ছবি, পোস্ট, বন্ধুর তালিকা—সব কিছুই পুনরায় দেখা যায়।

সতর্কতা
- নিজে থেকে অ্যাকাউন্ট ডিলিট করলে তা আর ফিরে পাওয়া যায় না।
- ফেসবুকের নীতি ভঙ্গ করলে বা সন্দেহজনক কর্মকাণ্ডের কারণে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে।

পরামর্শ
ফেসবুক অ্যাকাউন্ট সচল রাখতে মাঝে মাঝে লগইন করা ভালো। পাশাপাশি অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে নিরাপত্তা ও ব্যাকআপ তথ্য হালনাগাদ করে রাখার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ