স্বপ্নপূরণে দ্বিধাহীন তটিনী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৭-২০২৫ ১১:৩১:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৭-২০২৫ ১২:৫৬:৪৮ অপরাহ্ন
ফাইল ছবি
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। পরবর্তীতে পা রাখেন অভিনয়ে। স্বল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে রূপ আর অভিনয় গুণে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। ছোট পর্দার তারকা অভিনেতাদের সঙ্গে জুটি বাঁধার সুযোগ মেলে। উপহার দেন ‘পথে হলো পরিচয়’, ‘সময় সব জানে’, ‘শেষ ঘুম’, ‘প্রণয়’, ‘লাস্ট নাইট’ এর মতো নাটক।
২০১৯ সালে মডেলিং শুরু করেন তটিনী। ২০২২ সালে অভিনয়ে অভিষেক ঘটে। মডেলিং থেকে অভিনয়ে পা রাখার বিষয়ে তটিনী বলেন, “২০১৯ সালে বিজ্ঞাপনচিত্র দিয়ে আমার ক্যারিয়ার শুরু। পরে তিন বছর বিজ্ঞাপনই বেশি করেছি। একটি বিজ্ঞাপনের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছিলাম। জীবনের প্রথমবার স্ক্রিন টেস্টেই নির্বাচিত হই। দুই বছর বিজ্ঞাপনে কাজ করার পর চরকির ‘এই মুহূর্তে’ চলচ্চিত্র দিয়ে অভিনয় শুরু করি।”তটিনী অভিনীত প্রথম টিভি নাটক ‘শারদা প্রাতে’। পূজা উপলক্ষে এ নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেন এফ এস নাঈম। ২০২২ সালে নাটকটি এনটিভিতে প্রচার হয়। তবে মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘সুহাসিনী’ নাটক তাকে পরিচিতি এনে দেয়।
এ বিষয়ে তটিনী বলেন, “সুহাসিনী’ নাটকের জন্য সাধারণ মানুষ আমাকে চিনতে শুরু করে। নাটকটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান স্যারকে ধন্যবাদ জানাই। কাজটি আমার কাছে বিশেষ। অনেক শিল্পীই তার কাজ করার স্বপ্ন দেখেন। তাছাড়া চরকির অমনিবাস চলচ্চিত্র ‘এই মুহূর্তে’–এর গল্প ‘কল্পনা’, ‘বাঁচিবার হলো তার সাধ’—সব কটি কাজেরই অবদান রয়েছে।”ছোট পর্দা থেকে ওয়েব সিরিজে পা রেখেছেন তটিনী। অভিনয় করেছেন চলচ্চিত্রে। ‘জয়া আর শারমীন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন তটিনী। এতে সহশিল্পী হিসেবে পেয়েছেন জয়া আহসানকে। চলতি বছরে মুক্তি পেয়েছে সিনেমাটি। কাজের স্বীকৃতিস্বরূপ এরই মধ্যে বেশ কটি পুরস্কারও জমা পড়েছে তটিনীর ঝুলিতে।
ক্যারিয়ারে জোয়ারভাটা থাকবেই, অভিনয়েও তার ব্যতিক্রম নয়। অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন তটিনী। কিন্তু এটা ধরে রাখাটাও সহজ নয়। তবে আত্মবিশ্বাসী তটিনীর পরিষ্কার জবাব, “যেকোনো ক্যারিয়ারে অনিশ্চয়তা আছে। অভিনয়ও তেমন। আমি যদি অভিনয়ের দক্ষতা বাড়াতে পারি, তাহলে সাফল্য আসবেই। সবাই কিন্তু ভালো করছেন না। যাদের নিবেদন আছে, যারা কাজের প্রতি সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তারাই কিন্তু দিন শেষে টিকে থাকবেন। এসব প্রস্তুতি আমার মধ্যে আছে। আমি কাজ করে যেতে চাই।তটিনীর মাত্র কয়েক বছরের ক্যারিয়ার। অভিনয় নিয়েই স্বপ্নের নৌকা বেয়ে চলছেন তিনি। পরিকল্পনা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “দশ বছর পরও দর্শকরা আমার কোনো কাজ দিয়ে আমাকে মনে রাখে—এমন অবস্থায় নিজেকে নিয়ে যেতে চাই।”
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স