বাংলাদেশকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিলো চীন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৭-২০২৫ ০৩:৫২:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৭-২০২৫ ০৪:১৮:৩১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যত দিন যাচ্ছে, ততই যেন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। এরইমধ্যে দেশে এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশকে ১৯ হাজার কিট দিয়েছে চীন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসব কিট হস্তান্তর করা হয়। বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তা ড. লিউ ইউয়িন কিটগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেডজোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনা মেনে চলুন।
প্রসঙ্গত, দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। কোথাও কোথাও দেখা দিচ্ছে শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম সংকট। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ দিলো চীন।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স