ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:৪৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:৪৮:১২ অপরাহ্ন
​দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা ​ফাইল ছবি
ঢাকার দোহার উপজেলায় হারুন-অর-রশীদ মাস্টার (৬৫) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হারুন-অর-রশীদ মাস্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে গেলে তিন যুবক হঠাৎ এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে চাচা হাঁটতে বের হয়েছিলেন। এ সময় তিন যুবক এসে তাঁকে গুলি করে ফেলে রেখে চলে যায়। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত তারিন বলেন, তাঁর মাথা, ঘাড় ও শরীরে মোট ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পরপরই দোহার উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জয়পাড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কোনো শত্রুতার জের থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ